Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার স্ত্রী স্কুলশিক্ষক শাম্মী আরা পারভীনের নামেও জ্ঞাত আয় বহিভর্‚ত শত কোটি টাকার সম্পদ থাকার অভিযোগ এসেছে। এসব অভিযোগ আমলে নিয়ে আতাউর রহমান ও তার স্ত্রীকে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবারের মধ্যে তাদের এই হিসাব দাখিল করতে বলা হয়েছে। দুদকের নোটিশে বলা হয়েছে, উপজেলা চেয়ারম্যান টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে এক হাজার কোটি টাকারও বেশি সম্পদের মালিক হয়েছেন। অন্যদিকে তার স্ত্রী কুষ্টিয়া পৌর ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বামীর রাজনৈতিক প্রভাব খাটিয়ে জ্ঞাত আয় বহিভর্‚ত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। আজ বুধবারের মধ্যে দুদকের নির্দিষ্ট ছকে তাদের সব সম্পত্তির হিসাব দাখিল করতে হবে।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঝোল দাগের আব্দুস সাত্তার প্রমাণিকের পুত্র আতাউর রহমান আতা। আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি কুষ্টিয়ায় এসে মজমপুরের একটি ভাড়া বাড়িতে উঠেন। তার বিরুদ্ধে অভিযোগ ওই সময় থেকেই তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে উঠতে থাকেন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যান। দুদকে আতাউর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ দাখিল হয়েছে তাদের অবৈধভাবে অর্জিত সম্পত্তির একটি বিবরণও পাওয়া যায়।
বিবরণ থেকে জানা যায়, আতাউর রহমান কুষ্টিয়ায় আসার সময় তার নামে কোনো সম্পত্তিই ছিল না। ২০১৯ সালের উপজেলা নির্বাচনে তিনি যে নির্বাচনি হলফনামা দাখিল করেছিলেন তাতে তার নামে ৪ লাখ ৮৮ হাজার টাকা এবং স্ত্রীর নামে ১৫ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দেখান। এর মাত্র তিন বছরের ব্যবধানে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার ডি বøকে ৫ কাঠার দুইটি প্লটে নির্মাণ করেছেন ১০ তলা ভবন। ভেড়ামারা সাতবাড়িয়ায় ৫০ লাখ টাকা মূল্যের ৫ কাঠা জমি রয়েছে তার নামে। ঢাকার উত্তরখান এলাকায় ৬ কাঠা জমিও রয়েছে তার, যার মূল্য ২ কোটি টাকা। সেখানে ১০ তলা একটি ভবন নির্মাণাধীন। এছাড়া ভেড়ামারা শহরে ২৫ বিঘা জমির উপর বাগান রয়েছে আতাউর রহমানের। ভেড়ামারা শহর এলাকায় রয়েছে ৯০ লাখ মূল্যের ২৪ শতক জমি। ভেড়ামারায় আরও প্রায় ১০টি জমি তিনি শত কোটি টাকায় কিনেছেন বলে জানা গেছে। কুষ্টিয়া প্রধান সড়কের হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি দোকান তিনি জোর করে নিজের নামে করেছেন বলেও অভিযোগ আছে। শহরের অভিজাত শপিং মল পরিমল টাওয়ারে তার রয়েছে কোটি টাকা মূল্যের দুইটি দোকান, কেন্দ্রীয় সমবায় মার্কেটে ২২ নম্বর দোকানের মালিকও আতাউর রহমান আতা। এছাড়া জেলা পরিষদের বিভিন্ন মার্কেট এবং খাস জমি নিজের এবং স্ত্রীর নামে বরাদ্দ নিয়েছেন আতাউর রহমান। কুষ্টিয়ার বটতৈল পাওয়ার গ্রিডের মার্কেটে আটটি দোকান আতাউর রহমান আতা ও তার স্ত্রী শাম্মি আরা পারভীনের নামে। এ ছাড়াও আরো অভিযোগ আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টেও এই দম্পতির রয়েছে কোটি কোটি টাকা। ব্যাংক এশিয়ার পাংশা শাখায় আতাউর রহমান আতার নামে রয়েছে ২ কোটি টাকা। পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখায় ৩ কোটি ৫০ লাখ টাকা, উত্তরা ব্যাংক, রুপালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আতাউর রহমান আতা ও তার স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক কুষ্টিয়া শাখার ১ কোটি ৫০ লাখ টাকা, কুষ্টিয়ার প্রধান ডাকঘরে স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। আতাউর রহমানের ব্যবহৃত দুইটি ল্যান্ডক্রুজার গাড়ির দাম ২ কোটি টাকার বেশি। খুলনার দাকোপ ও পটুয়াখালীতে দুইশ বিঘা জমির উপর রয়েছে মাছের ঘের। বাংলাদেশের বিভিন্ন জায়গায় জমি, নগদ অর্থসহ বিপুল সম্পদ রয়েছে তার।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া জানান, আতাউর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সম্পদের হিসাব দাখিলের জন্য তাকে একটি নোটিশ পাঠানো হয়েছে। দুদক অভিযোগটি খতিয়ে দেখছে।
এসব সম্পদের তথ্য অবশ্য সরাসরি স্বীকার বা অস্বীকার করছেন না কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা। এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব কথায় কান না দেওয়ার পরামর্শ দেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ