Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফারুক আহমেদ সিটি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ৪:৫৩ পিএম

সিটি ব্যাংক সম্প্রতি ফারুক আহমেদকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অব ট্রেড সার্ভিস হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেড সার্ভিস হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। সোমবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফারুক আহমেদ ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীকালে ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন। ২৮ বছরের ক্যারিয়ারে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, অফশোর ব্যাংকিং এবং ট্রেড অপারেশনে একজন দক্ষ ব্যাংকার হিসেবে ব্যাংকিং মহলে সুপরিচিত। তার নেতৃত্বেই সিটি ব্যাংক ২০২১ সালে সাড়ে ছয় বিলিয়ন ডলার বৈদেশিক বাণিজ্যের ব্যবসা করে। ফারুক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ