Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক রাষ্ট্রদূত মসীহকে রাজনৈতিক সচিব নিয়োগ দিলেন রওশন এরশাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ৪:৫২ পিএম

সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। সোমবার (১১ এপ্রিল) দুপুরে রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ তথ্য জানান। এরে আগে গোলাম মসীহ্ ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিবের দায়িত্বে ছিলেন।

গোলাম মসীহ্ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি, এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম, জেনারেল অ্যাটমিকসসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন। ২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন গোলাম মসীহ। এরপর জুলাই ২০১৫ হতে জুলাই ২০২০ সাল পর্যন্ত সউদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ