Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এতিম শিশুদের মাঝে মনজুর আলমের ঈদবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

প্রতি বছরের মত এবারও প্রথম রমজান থেকে চলছে এতিমখানা ও হেফজখানার শিশুদের সাথে ইফতার ও তাদের মাঝে ঈদবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন সাবেক সিটি মেয়র এম মনজুর আলম।
আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মহানগরীর বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিশুদের সাথে পরিবারের সদস্যদের নিয়ে প্রতিদিন নিজ বাসভবনে ইফতার করেন মনজুর আলম। ইফতার শেষে সব শিশু ও শিক্ষকদের উপহার হিসেবে দেয়া হয় ঈদের নতুন জামা। এই কার্যক্রম অব্যাহত থাকবে ৩০ রমজান পযর্ন্ত।
এ প্রসঙ্গে মনজুর আলম বলেন, ফাউন্ডেশন ও ট্রাস্টের ব্যবস্থাপনায় দেশে ৮২টি সেবাধর্মী প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরির ৪১টি ওয়ার্ড, ফটিকছড়ি, সীতাকুণ্ড ও কর্ণফুলী এলাকায় অসহায় মানুষের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আমাদের এ কার্যক্রম সবসময় চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ