Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইকেল চাকমাসহ গুম হওয়া সবাইকে ফেরত দাবি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ৪:৫৮ পিএম

মাইকেল চাকমাসহ গুম হওয়া সব ব্যক্তিদের সুস্থ দেহে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। আজ শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় তিনি দাবি জানান। ফয়জুল হাকিম বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ, র‌্যাবকে দায়মুক্তি দেওয়া হয়েছে। এর ফলে তাদের আর বিচার হবে না। কপালে টিপ নিয়ে সমাজে সব শ্রেণি থেকে অনেকে প্রতিবাদ করেছেন। আমরাও প্রতিবাদ করেছি। কিন্তু গার্মেন্টস কর্মীদের নিয়ে কটাক্ষ করলে তার প্রতিবাদে কতজন এগিয়ে আসবেন?

তিনি বলেন, বাংলাদেশে ১৯৭২ সাল থেকে লুণ্ঠন চলে এসেছে। সেই লুণ্ঠন শ্রেণি আজ দানবে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু বলেছিলেন সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। সেই চোরের খনি এখন কী অবস্থায় পরিণত হয়েছে? তিনি বলেন, অবিলম্বে মাইকেলসহ সকল গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। আপনারা (সরকার) যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার দিকে না তাকিয়ে জনগণের নিষেধাজ্ঞার দিকে নজর দিন। লাখো মানুষ পথে নেমে আসবে। সকল ধর্মাবলম্বীদের নিরাপত্তা হবে, শ্রমিকদের নিরাপত্তা হবে এমন সরকার অচিরেই প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই, আমরা সে নিশ্চয়তা চাই। এই সরকার এই শাসকদের সঙ্গে আলোচনা করে কোনো গণতান্ত্রিক সরকার সম্ভব নয়। আরেকটি সরকার প্রয়োজন, নতুন সংবিধান দরকার, হাজার বছরের পুরনো ব্রিটিশ আইন সংশোধন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সংবাদ মাধ্যমের কিছু অংশ ফ্যাসিবাদের দিকে চলে গেছে। তারা ফ্যাসিবাদের গুণগান গায়। তবে আরও কিছু মাধ্যম তাদের জায়গা থেকে কিছু করার চেষ্টা করে যাচ্ছে। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে আমরা না পারলেও আমাদের প্রজন্ম লড়াই করে যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মায়ের ডাক সংগঠনের আফরোজা ইসলাম আঁখি, বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জাফর হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মিতু সরকার, অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলান, পাহাড়ি ছাত্র পরিষদের সুনয়ন চাকমা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ