পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে ওয়াশিংটনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিনকেন নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এ বৈঠকের আগে ড. মোমেন বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশ্যই আলোচনা হবে। আমাদের উদ্দেশ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করা। দুই দেশের মূল্যবোধ একই। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। বাংলাদেশের জন্মই হয়েছে গণতন্ত্রে। আমাদের স্বাধীনতা আছে, মানবাধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র এসব বিশ্বাস করে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার যথেষ্ট কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক এখন বেশ ভালো, আরোও ভালো হওয়ার সম্ভাবনা আছে। নীতিগতভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক। যুক্তরাষ্ট্র যা চায় বাংলাদেশেও তাই চায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রকে জ্বালানি খাত ছাড়াও ওষুধ শিল্পে বিনিয়োগের আহ্বান জানাই। এছাড়া বাংলাদেশের তৈরী পোষাকের ওপর মার্কিন ট্যারিফ তুলে নিতেও আহ্বান জানাবেন বলে জানান।
উল্লেখ্য গত রোববার (৩ মার্চ) দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছান ড. মোমেন।
এরপর ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন ড. মোমেন। যুক্তরাষ্ট্র সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউএসএআইডি-এর এ্যাডমিনিস্ট্রেটর, যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক কয়েকটি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ৭ এপ্রিল ফ্লোরিডার মায়ামিতে স্থাপিত বাংলাদেশ কন্সুলেট জেনারেলের চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।