Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রূপালী ক্যানভাস’ স্মরণিকার মোড়ক উম্মোচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ৮:৫৬ পিএম

রূপালী ব্যাংক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক প্রকাশিত স্মরণিকা রূপালী ক্যানভাসের মোড়ক উম্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১.০৩.২০২২) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ক্যানভাসের মোড়ক উম্মোচন করেন। মোড়ক উম্মোচনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। রূপালী ব্যাংক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও ব্যাংকের মহাব্যবস্থাপক গোলাম মরতুজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে মহাব্যবস্থাপক পারসুমা আলম, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রূপালী ব্যাংক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও সেরা লেখকদের সংবর্ধনার আয়োজন করা হয়। পরে রূপালী ব্যাংক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নিজস্ব শিল্পীগণ গান পরিবেশন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ