Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযোগ অজ্ঞাত পুলিশ সদস্যের বিরুদ্ধে

টিপ পরায় গালিগালাজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

কপালে টিপ পরায় এক শিক্ষিকাকে প্রকাশ্যে গালি দেয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে গালি দেয়া ওই পুলিশ সদস্য মোটরসাইকেলে ছিলেন। তবে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনার পর পরই শনিবার এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা।

অন্যদিকে কপালের টিপ নিয়ে পুলিশ কর্মকর্তার গালিগালাজের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় উপযুক্ত শাস্তির দাবিও করেছে সংগঠনটি। গতকাল রোববার মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
অভিযোগে ওই শিক্ষিকা বলেন, আনন্দ সিনেমা হলের সামনে থেকে আমি হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম। সেজান পয়েন্টের সামনে মধ্যবয়সি, লম্বা দাড়িওয়ালা এক পুলিশ সদস্য কপালে টিপ পরাকে কেন্দ্র করে ইভটিজিং করেন। পরে ঘুরে ওই ব্যক্তির মোটরবাইকের সামনে গিয়ে দাঁড়াই। তখনও তিনি অকথ্য ভাষায় গালাগালি করেন। একসময় আমার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যান তিনি।
ঘটনার পর রাস্তার বিপরীত পাশে কর্তব্যরত তিনজন ট্রাফিক পুলিশের কাছে গিয়ে লতা সমাদ্দার ঘটনাটি বর্ণনা করেন। এই তিনজনের মধ্যে একজনের নাম অভিজিৎ। তারাই থানায় অভিযোগ করতে পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা সিসি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছি। ওই ব্যক্তি পুলিশ বা সাধারণ মানুষ যেই হোন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, শনিবার সকালে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক তার কর্মস্থলে হেঁটে যাওয়ার পথে মোটরবাইকে বসা পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির দ্বারা কপালে টিপ পরার কারণে লাঞ্ছিত হন। পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি তাকে টিপ পরার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তিনি তার প্রতিবাদ জানালে তার গায়ের উপর দিয়ে বাইক চালিয়ে তাকে চাপা দেয়ার চেষ্টা করেন। স্বাধীনতার ৫২ বছর পরে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে এই ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক।
পুলিশ সদস্যের বিচার চেয়ে আল্টিমেটাম: টিপ পরা নিয়ে তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে লাঞ্ছনার ঘটনায় পুলিশ সদস্যকে বরখাস্ত করে বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। গতকাল রোববার জাতীয় জাদুঘরের সামনে নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ ব্যানারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারী রবীন আহসান।
তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা গণবিক্ষোভের আয়োজন করবো। সভাপতির বক্তৃতায় সংগঠক আকরামুল হক বলেন, দাবি মানা না হলে আমরা তেজগাঁও কলেজের সামনে প্রতিবাদী অবস্থান করবো। সেখান থেকে থানায় যাবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ