Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৫ শতাংশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ৯:৪৩ পিএম

মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ বিগত ৮ মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, যা চলতি অর্থবছর ২০২১-২২-এর আগের মাসের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশীরা ২০২১-২২ অর্থবছরের মার্চ মাসে ১,৮৫৯.৯৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ যখন ১,৮৭১.৪৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

মার্চ মাসে, ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল পেয়েছে ৩৩৩.৩৯ মিলিয়ন মার্কিন ডলার এবং রাষ্ট্রৗয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক পেয়েছে- ৩০.৮০ মিলিয়ন মার্কিন ডলার।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ১২১.৫৯ মিলিয়ন মার্কিন ডলার, জনতা ব্যাংক ৫৭.৯৫ মিলিয়ন মার্কিন ডলার, রূপালী ব্যাংক ৪৫.৬৭ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১০৮.০১ মিলিয়ন মার্কিন ডলার এবং বেসিক ব্যাংক ০.১৭ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

এছাড়া, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ১,৪৮৭.৩৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ