Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসির বিরুদ্ধে ওসির অভিযোগ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

মামলার বাদীকে থানায় বসিয়ে রেখে আসামিদের গ্রেফতার না করা, সময়ক্ষেপণ করে একদিন পর সুনির্দিষ্ট অভিযোগের ধারা বাদ দিয়ে দায়সারাভাবে মামলা রেকর্ড করাসহ চারদিনেও আসামিদের গ্রেফতার না করার ঘটনায় বিএমপি’র কোতয়ালী থানার ওসি’র উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আগৈলঝাড়া থানার ওসি। ইনেসপেক্টর গোলাম ছরোয়ার আবেগাপ্লুত হয়ে সাংবাদিকদের বলেন, আমি একজন কর্মরত ওসি হয়েও যখন আমার মেয়েকে নিরাপত্তা দিতে পারছি না। সেখানে অন্যজনের মেয়েকে কি নিরাপত্তা দেবো। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ারের মেয়েকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো তার সহপাঠী সাবিকুন নাহার শশী। তার প্রস্তাবে রাজি না হওয়ায় শশী নগরীর কিশোর গ্যাংয়ের মাধ্যমে ওসি’র মেয়েকে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছিলো। বিষয়টি ওসি গোলাম ছরোয়ারের মেয়ে তার মায়ের কাছে জানানোর পর তিনি স্কুলের এক শিক্ষকের কাছে বিচার দেন। এতে শশী ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের অন্যতম হোতা নগরীর মতাসার এলাকার তাওসিফ মাহমুদ স্বাধীন ও আসাদ ইসলাম অন্যান্য সহযোগীদের দিয়ে ওসির মেয়েকে মারধরসহ শ্লীলতাহানী করে। এমনকি এ ঘটনার পর নির্যাতিতা ছাত্রী একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। পারিবারিকভাবে তাকে চিকিৎসাও করানো হয়েছে।

ওসি গোলাম ছরোয়ার অভিযোগ করেন, পুরো বিষয়টি উল্লেখ করে তার স্ত্রী কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কোতোয়ালি থানার ওসি সময়ক্ষেপণ করে তার স্ত্রীর দায়ের করা অভিযোগটি আইনের সুষ্পষ্ট বিধান লঙ্ঘন করে মামলা হিসেবে রেকর্ড করেছেন। এমনকি এজাহারে সংশ্লিষ্ট ধারা বাদ দিয়ে দায়সারাভাবে মামলাটি রেকর্ড করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। আগৈলঝাড়া থানার ওসির অভিযোগের বিষয়ে বরিশাল কোতয়ালী থানার ওসি আজিমুল করিম সাংবাদিকদের বলেন, অভিযোগে যে ধারা কাভার করে সেই ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাটি অনেক আগের। তাই তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, অভিযুক্ত শশী এবং নির্যাতিতা ওই ছাত্রী একই ক্লাসের শিক্ষার্থী। তারা দুইজন নগরীর পেস্কার বাড়ি এলাকার এক শিক্ষকের কাছেই কোচিং করতো। সাম্প্রতিক সময়ে প্রাইভেট পড়তে যাবার পথে নির্যাতিতা ছাত্রী শশীর বাসায় গেলে তাকে অভিযুক্ত আসাদ ইসলামের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এরপর থেকেই শশী পরিকল্পিতভাবে ওসি গোলাম ছরোয়ারের মেয়েকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সম্প্রতি শশী নাটকীয়ভাবে তার মা ফাতেমা খাতুন চম্পার সহযোগীতায় নগরীর কিশোর গ্যাংয়ের নিয়ে গোলাম ছরোয়ারের মেয়েকে মারধর করে শ্লীলতাহানী করে বলে অভিযোগ উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ