Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির নিয়োগেক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালে দ্রুত নীতিমালা প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ। গতকাল শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটি এ দাবি জানায়। সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি প্রকাশিত ৪০তম বিসিএসের ফলে এক হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোনো প্রার্থীকে সুপারিশ করা হয়নি। তাই আমরা হতাশ ও অসন্তুষ্ট হয়েছি। তারা বলেন, এ রাষ্ট্রে সবার জন্য সমান সুযোগের জায়গা যেহেতু এখনো তৈরি হয়নি, তাই এখনই কোটা বাতিল যৌক্তিক হবে না।

আমরা মনে করি, অনগ্রসরক্ষুদ্র-নৃগোষ্ঠী থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কোটা আরও কয়েক বছর পুনর্বহাল রাখা উচিত।

সমাবেশে লিখিত বক্তব্য পড়ে শোনান সরকারি তিতুমীর কলেজের আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি মনীষা ম্রং। আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত ধামাইয়ের সভাপতিত্বে এবং বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মশিউর রহমান রিচার্ড, অং শৈসিং, ডন জেত্রা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ