Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা ব্যাংকের নতুন ডিএমডি জাবেদ আমিন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ৭:২৪ পিএম

পদোন্নতি পেয়ে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন জাবেদ আমিন। তিনি সিওও (চিফ অপরেটিং অফিসার) এবং CAMLCO হিসেবে ব্যাংকের অপারেশন্স এবং এন্টি মানি লন্ডারিং ডিভিশন পরিচালনা করবেন।

ডিসেম্বর ২০১৮-তে পদ্মা ব্যাংক-এ বিজনেস হেড হিসেবে যোগ দেন জাবেদ আমিন। এ.এন. জেড গ্রিন্ডলেজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে ব্র্যাক ব্যাংক, দ্যা সিটি ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক-এ মেধা কাজে লাগিয়ে অবদান রেখেছেন বিভিন্নখাতে।

পেশাগত জীবনের অবসরে জাবেদ আমিন সাহিত্যচর্চায় নিয়োজিত রয়েছেন প্রায় তিন দশক ধরে, তার রয়েছে পাঠক সমাদৃত ও বহুল পঠিত আটটি প্রকাশনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ