পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ‘প্রতীকী অনশন’ কর্মসূচি পালন করেছেন কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) নেতারা। অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশেদুল হাসান হারুন ও সদস্য সচিব কৃষিবিদ ড. জিকেএম মোস্তাফিজ রহমানের নির্দেশনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন এতে।
কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় অ্যাবের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় মনিটরিং টিমের প্রধান সমন্বয়ক কৃষিবিদ নুরুন্নবী ভূইয়া শ্যামল, অ্যাবের কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ ড. শফিক, কৃষিবিদ নুরুন্নবী মামুন, ঢাকা মহানগর দক্ষিণ অ্যাবের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে.আই.এফ. সবুর, ঢাকা মহানগর উত্তর অ্যাবের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে এম সানোয়ার আলম, ঢাকা জেলা অ্যাবের সভাপতি কৃষিবিদ ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজ ও পার্বত্য চট্টগ্রামের সভাপতি কৃষিবিদ ডা. শাহজাহান সাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ অ্যাবের কোষাধ্যক্ষ কৃষিবিদ শামীম মজুমদার ও ঢাকা মহানগর উত্তর অ্যাবের যুগ্ম সম্পাদক কৃষিবিদ রনি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতা আলমগীর কবীর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।