পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সড়কেই শেষ হয়ে গেল আদিবের পবিত্র কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন। ছুটি শেষে চাচার হাত ধরে হেফজখানায় ফিরছিলো এতিম এ শিশু। রাস্তা পার হতেই বেপরোয়া বাস চাপা দেয় তাকে। চাচার সামনে সড়কে মৃত্যু হয় তার। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। মো. আদিব (৭) চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলী এলাকার মৃত সায়েম মুহাম্মদের ছেলে। সে নগরীর হালিশহর আরবিয়া সালেহ দারুল ফোরকান ইসলামী একাডেমীর হেফজখানার শিক্ষার্থী।
আদিবের চাচা ও একাডেমীর পরিচালক মাওলানা মো. শাহজালাল জানান, গত বৃহস্পতিবার আদিবকে নিয়ে গ্রামের বাড়িতে যান তিনি। গতকাল বাড়ি থেকে এসে কর্ণফুলী সেতু এলাকায় বাস থেকে নামেন। হালিশহরে মাদরাসায় যেতে সিএনজি অটোরিকশা ভাড়া করার সময় একটি বাস আদিবকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তার চাচা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সড়কে আদিবের মর্মান্তিক মৃত্যুতে তার স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।