Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’জনকে জুস খাইয়ে টাকাপয়সা নিয়ে চম্পট

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:০৮ এএম

রাজধানীর বংশাল এলাকায় জুতার দোকানে কাস্টমার সেজে কৌশলে দুইজনকে জুস খাইয়ে অচেতন করে টাকাপয়সা নিয়ে চম্পট দিয়েছে এক ব্যক্তি। শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, অচেতন দুজন এখন চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। অচেতন দুজন হলো-মো. নজরুল ইসলাম (৪৭) ও মো. রাকিব (২০)। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে স্টোমাক ওয়াশ দিয়ে তাদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অচেতন নজরুলের ভাতিজা মো. সিফাত জানান, আমাদের জুতার দোকানে কাস্টমার সেজে এক ব্যক্তি জুতা কিনতে আসে। পাশের দোকানের কর্মচারী রাকিব তাকে জুতা দেখায়। পরে জুতা নিয়ে যাওয়ার সময় ওই কাস্টমার তার কাছে থাকা জুস দোকানের দুজনকে খেতে বলে। জুস খাওয়ার পরই তারা অচেতন হয়ে পড়ে। আমার চাচার (নজরুল ইসলাম) পকেটে কোনো টাকা ছিলো না। তবে দোকানের ক্যাশ থেকে কত টাকা নিয়েছে চাচা সুস্থ না হওয়া পর্যন্ত সেটি বলতে পারবো না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ