Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশকে ৬৮ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ৮:৫৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার-ইউএসএআইডি শ্রম অধিকার কর্মসূচির আওতায় বাংলাদেশে ৬৮ লাখ ডলার সহায়তা করা হয়েছে বলে জানায় ঢাকাস্থ দেশটির দূতাবাস। শনিবার (২ এপ্রিল) এক টুইট বার্তায় এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষায় সমর্থন করে এবং গণতন্ত্রের অন্যতম প্রধান উপাদান শ্রমিকদের সংগঠন করা ও ইউনিয়ন গঠনের স্বাধীনতাকে উৎসাহিত করে।

টুইটে জানানো হয়, রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে শ্রমিকদের অবস্থার উন্নতির উপায় বিষয়ে আলোচনার জন্য সলিডারিটি সেন্টারের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত।

ইউএসএআইডি’র শ্রম অধিকার কর্মসূচির আওতায় ৬৮ লাখ ডলার সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এসব কারখানার শ্রমিকদের মধ্যে রয়েছে বহু নারী, তাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলতে সহায়তা করছে এসব অনুদান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ