Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজায় ক্লাস কতদিন চলবে সিদ্ধান্ত হবে রোববার : শিক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ৩:৩১ পিএম | আপডেট : ৭:৪১ পিএম, ১ এপ্রিল, ২০২২

আসন্ন রমজান মাসে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রোববার মন্ত্রণালয় থেকে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একটি আয়োজনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সপ্তম বার্ষিক সম্মেলনে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘করোনার কারণে প্রায় দুই বছর শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হয়নি। এ জন্য রোজায় ক্লাস চালানো জরুরি। সামনে এসএসসি, এইচএসসি পরীক্ষা। তাদের জন্য ক্লাসটা এখন জরুরি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্ট নীতিমালা নয়, যেই নিয়মগুলো আমরা বিবেচনা করি, সেগুলো সচেতনভাবে মেনে চলা হয়। দু-একজনের জন্য সামগ্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।’
করোনাকালীন প্রান্তিক পর্যায়ে যেসব মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা যেন শ্বশুরবাড়ি এলাকার প্রতিষ্ঠানে ক্লাস করার সুযোগ পায়, সেই ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ