Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ৬:৫৯ পিএম

পবিত্র রমজানে খতম তারাবি পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতিতে কোরআন খতমের জন্য মসজিদের ইমাম, কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (৩০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবি নামাজে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না।

এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও বঞ্চিত হন তারা। এ পরিস্থিতি নিরসনে রমজানের প্রথম ছয়দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব’ বলে জানায় ইসলামিক ফাউন্ডেশন।

এতে আরও জানানো হয়, ‘এমতাবস্থায় দেশের সব মসজিদে খতম তারাবি নামাজে প্রথম ছয়দিনে দেড় পারা করে ও পরের ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে কোরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ জানানো হচ্ছে।’



 

Show all comments
  • Yousman Ali ৩০ মার্চ, ২০২২, ৮:১৮ পিএম says : 0
    Insallah
    Total Reply(0) Reply
  • Dr. Miah Muhammad Adel ৩০ মার্চ, ২০২২, ১০:১৮ পিএম says : 0
    ইমাম সাহেব কোরাণ খতম দিলেন আর মুসল্লীদের অধিকাংশ জনই না বুঝে তা শুনলেন। কোরাণে আল্লাহ তায়ালা কি বলছেন তা অধিকাংশের মগজে গেল না। এত্থেকে রসূল (সাঃ)-কে অনুসরণ করে প্রত্যেকে কয়েক বার করে কিংবা সবাই সম্মিলিতভাবে কয়েকবার অর্থ বুঝে কোরাণ পাঠটা কি উত্তম না? নিদেন পক্ষে তারাবীহ নামায ও অর্থ বুঝে কোরাণ খতম দেওয়াটাও করা যেতে পারে। আমরা রসূল (সাঃ)-এর সুন্নাহর পরিবর্তে হযরত ওমর (রাঃ)-এর সুন্নাহ পালন করে আসছি, কিন্তু খলীফা তো কোরাণ তারাবীহ নামাযে খতম করার কথা বলেন নাই। উনি দলবদ্ধভাবে তারাবীহের কথা বলেছেন। কোরাণের শিক্ষা আমাদের মধ্যে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বোধশক্তি মুসলমানদের মধ্যে কবে আসবে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ