Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমসটেক সম্মেলন আজ, ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১০:১২ এএম

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন। আজ বুধবার (৩০ মার্চ) এ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রথম বক্তা হিসেবে বঙ্গবন্ধুকন্যা জোটের সদস্য রাষ্ট্রগুলোকে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ নিয়ে করণীয় ও যৌথ কৌশল নির্ধারণ, আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেবেন।

গত ২৩ মার্চ বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জানা যায়, এবারের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। এরপর শ্রীলঙ্কার রাষ্ট্রপতির স্বাগত বক্তব্য শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথমে বক্তব্য দেবেন।

সেদিন সংবাদ সম্মেলনে ড. মোমেন জানান, সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিমসটেক অঞ্চলে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, কোভিড-১৯ পরবর্তী করণীয় সম্পর্কে যৌথ কৌশল নির্ধারণ এবং আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ অন্যান্য সমস্যাকে যৌথ সমস্যাবলী হিসেবে নিয়ে উপযুক্ত কৌশল অবলম্বনপূর্বক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে মোকাবিলা করার আহ্বান জানাবেন।

ড. মোমেন জানান, বিমসটেককে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য নেতাদেরকে আহ্বান জানানোর পাশাপাশি বিমসটেক প্রক্রিয়াকে শক্তিশালী করতে আগের মতো বাংলাদেশের সমর্থন ও প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতাদেরকে অবহিত করবেন। এ সম্মেলনে তিনি বঙ্গোপসাগরীয় অঞ্চলের সামষ্টিক উন্নয়নের জন্য বিমসটেক প্রক্রিয়াকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় সব আইনি কাঠামো এবং অন্যান্য আইনি দলিল দ্রুত সম্পন্ন ও কার্যকর করার ওপর আহ্বান জানাবেন।

সোমবার কলম্বোতে ২২তম বিমসটেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা হয়। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। পরদিন মঙ্গলবার ১৮তম বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

এবারের বিমসটেক শীর্ষ সম্মেলনে ৪টি গুরুত্বপূর্ণ দলিল নেতাদের গৃহীত ও স্বাক্ষরিত হওয়ার প্রস্তাবনা রয়েছে। এগুলো হলো- ১) বিমসটেক চার্টার ২) বিমসটেক কনভেনশন অন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্ট ইন কিওমিনাল মেটারস ৩) মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অন দ্যা এস্টাবলিস্টমেন্ট অব বিমসটেক টেকনোলজি ট্রান্সফার প্যাসিলিটি (টিটিএফ) ৪) মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) অন মিউচুয়াল কোঅপারেশন বিটুইন ডিপ্লোমেটিক একাডেমিস বা ট্রেনিং ইনস্টিটিউশনস অব বিমসটেক মেম্বার স্টেটস।

এ ছাড়া সম্মেলন শেষে বিমসটেক রাষ্ট্র বা সরকারপ্রধানরা শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণা জারি করবেন বলে প্রস্তাবনা রয়েছে। এ আনুষ্ঠানিকতার পর বিমসটেকের সভাপতির দায়িত্ব শ্রীলঙ্কা থেকে থাইল্যান্ডের কাছে ন্যস্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ