Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা যদি ইচ্ছা করি, অসাধ্য সাধন করতে পারি : শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১১:৫৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭ মার্চের ভাষণে বাঙালিদের সম্পর্কে বলেছিলেন যে, তাদের কেউ দাবায়ে রাখতে পারবা না। বাঙালিদের কেউ দাবিয়ে রাখতে পারে না, পারবে না। আমরা যদি ইচ্ছা করি, অসাধ্য সাধন করতে পারি। নয় মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা তা প্রমাণ করেছি। আজকে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি এবং তার কাজ প্রায় সম্পন্ন।

আমি জাতির কাছে কৃতজ্ঞ, তাদের সাহসী ভূমিকা এবং তাদের সমর্থন পেয়েছি বলেই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বন্ধুপ্রতিম দেশগুলোও আমাদের সমর্থন দিয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শরীয়তপুরে জাজিরায় সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, সেতু নির্মাণ শুধু না, এর নিরাপত্তা বিধান আমাদের একান্তভাবে প্রয়োজন। সেই নিরাপত্তা বিধানের জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমি পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করি ২০০১ সালে। দুর্ভাগ্যের বিষয় হলো, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে কাজ বন্ধ করে দেয়। তারা নির্ধারিত স্থান থেকে পদ্মা সেতুর কাজ সরিয়ে নিতে চায়। দ্বিতীয়বার সরকারে আসার পর আমরা আবার উদ্যোগ নিই। কিন্তু বিশ্ব ব্যাংকের অর্থ বন্ধ করে দেয়া হয় একটা মিথ্যা অপবাদ দিয়ে যে, দুর্নীতি হয়েছে। সে অভিযোগকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। আমি বলেছি, এ অভিযোগ প্রমাণ করতে হবে। কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি।

তিনি বলেন, কানাডার আদালতে এ অভিযোগের ওপর মামলা হয়। পরে কানাডার আদালতে রায় হয়, কোনো দুর্নীতি হয়নি। আমি সিদ্ধান্ত নিই, কারো অর্থ নয়, যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে তার জবাব আমরা দিবো। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করবো। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অনেকেই ভেবেছিল পদ্মা সেতু আমরা করতে পারবো না। আজকে সেই পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি এবং তার কাজ প্রায় সম্পন্ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ