Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসাদ-হিমেলের নেতৃত্বে তিতুমীরে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ৮:১৭ এএম
সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সরাসরি মতামতের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি তিতুমীর কলেজের ২০২২-২৩ মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান নূরকে সভাপতি এবং মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী নুর আলম হিমেলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। 
 
'মিলি ভ্রাতৃপ্রেমে, সন্ধি বাড়ুক বন্ধনে'- এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (২৮ মার্চ) দুপুরে কলেজের নতুন ভবনে সংগঠনের উদ্যোগে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 'বীরত্বে গাজীপুর' এই বিষয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসেন, সংগঠনের উপদেষ্টা ও কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. বিল্লাল হোসেন রক্তিম, উপদেষ্টা ও কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জীবন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাব্বির আহমেদ।
 
পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হওয়া নবীনবরণে উপস্থিত নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাস ও সংগঠনের ব্যাপারে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। 
 
পরে সকলের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মানিক হোসেন। নেতৃত্বকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার আহবান জানান তিনি।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, ইবরাহীম খলিল, মেহেদী হাসান, আল ইমরান পলাশ, আল আমিন, হাসানুর রহমান শাওন প্রমুখ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ