Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআরবি সুরক্ষায় এক বিন্দুও ছাড় নয়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, আমরা কেউ হাসপাতালের বিরোধিতা করছি না। হাসপাতাল হোক, তবে এ জায়গায় নয়। সিআরবিতে হাসপাতাল হলে আমাদের রক্তের ওপর হতে হবে। এ ব্যাপারে এক বিন্দুও ছাড় দেব না। তিনি নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গত রোববার সন্ধ্যায় সিআরবি চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি সিআরবি সুরক্ষায় প্রধানমন্ত্রীর সাথে কথা বলারও প্রতিশ্রুতি দেন। নাগরিক সমাজের কো-চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন একই সংগঠনের সদস্য সচিব ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, কোষাধ্যক্ষ আবদুস ছালাম, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সভাপতি প্রফেসর এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক ইদ্রিস আলী, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ