Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাজ্য

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ৯:৪৪ পিএম

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। এছাড়া, বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশটি। আজ সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে এ আগ্রহ দেখায় যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিদল।

বৈঠকে যুক্তরাজ্য সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ও সংসদ সদস্য রুশনারা আলী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনসহ হাইকমিশনের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিএসইসির পক্ষে এর চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার প্রফেসর ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার আব্দুল হালিম, কমিশনার প্রফেসর ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যুক্তরাজ্যের সরকার ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তারা সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া, দেশের মিউনিসিপাল বন্ডে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি তারা বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।

তিনি আরও বলেন, বৈঠকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জন্য স্ট্র্যাটেজিক পার্টনার খোঁজা, বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ সৃষ্টি করা এবং ফিনটেক প্রোডাক্ট মার্কেটে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ