পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন তিনি। আজ সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে খেলাধুলা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এপ্রিসিয়েট করেছেন, সাউথ আফ্রিকাতে যে সিরিজ জিতল, এটা তো একটা গ্রেট এচিভমেন্ট। এর পাশাপাশি ব্যাংককেও আমাদের আর্চারি টিম তিনটি স্বর্ণ পেয়েছে, সেটাকেও এপ্রিসিয়েট করেছেন। তারপর হকি টিমও চ্যাম্পিয়ন হলো। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এছাড়া তিনি (প্রধানমন্ত্রী) ফুটবলকে আরেকটু উন্নতি করার পরামর্শ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।