পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পিতা আবু সাঈদ কাজীকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পুত্র তুহিন কাজীকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স এবং আসামির আপিল শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের অবকাশকালিন ডিভিশন বেঞ্চ এ রায় দেন। এ তথ্য জানিয়েছেন আসামিপক্ষের অ্যাডভোকেট ফরহাদ আহমেদ ও শেখ ওয়াহিদুজ্জামান দীপু। সরকারপক্ষীয় আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী বাপ্পীও একই তথ্য দেন। ফরহাদ আহমেদ জানান, ডেথ রেফারেন্স খারিজ ও আসামির আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। ফলে একমাত্র আসামি তুহিন কাজী খালাস পেয়েছেন।
আপিলের তথ্য অনুসারে, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ৫ আগস্ট সকালে তুহিন কাজী তার বাবা আবু সাঈদ কাজীকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় আবু সাঈদের মেয়ে সুমি আক্তার ভাই তুহিন কাজীকে আসামি করে বাগের হাট, মোল্লার হাট থানায় মামলা করেন। ২০১৫ সালের ৭ ফেব্রæয়ারি তুহিনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। বিচার শেষে ২০১৬ সালের ৩০ আগস্ট বাগেরহাটের বিচারিক আদালত তুহিনকে মৃত্যুদÐ দেন। পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদÐাদেশ অনুমোদনের জন্য ‘ডেথ রেফারেন্স’ হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে আসামি তুহিন কাজীও জেল আপিল এবং ফৌজদারি আপিল করেন। শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।