Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হব

ব্র্যাক আয়োজিত আলোচনা সভায় বক্তারা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৮:২৮ পিএম

সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতামূলক ও বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরেও দেশে নারী সহিংসতার ঘটনা উল্লেখযোগ্য হারে কমেনি। এই প্রেক্ষাপটে নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

আজ (বুধবার) কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। গত ৮ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। দিনটির গুরুত্ব বিবেচনায় ও নারী অধিকারে সচেতনতা তৈরিতে কাজ করার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর মানবিক সহায়তা কর্মসূচি (এইচসিএমপি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ’টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।

সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের প্রধান কার্যালয়ের সেইফগার্ডিং লিড তাহমিনা ইয়াসমিন, সংস্থাটির এইচসিএমপি’র আওতাধীন এডমিন ও অপারেশনস এর প্রধান শাহানা হায়াত, একই কর্মসূচির আওতাধীন গ্র্যান্টস ও প্রোগ্রাম ডেভলপমেন্ট অ্যান্ড ডোনার রিপোর্টিং (গ্র্যান্টস অ্যান্ড পিডিডিআর) সেক্টরের প্রধান সামিরা হায়দার হক। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক-এইচসিএমপি’র কর্মসূচি প্রধান রবার্ট শিলা মুথিনি, এইচসিএমপি’র হোস্ট কমিউনিটি কর্মসূচির প্রধান মো. আব্দুল মতিন সরদার ও অন্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের এইচসিএমপির মানব সম্পদ বিভাগের আওতাধীন সেইফগার্ডিং ইউনিটের ম্যানেজার ফারজানা সিদ্দিকা।

অনুষ্ঠানে তাহমিনা ইয়াসমিন বলেন, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে ব্র্যাক সবসময় এগিয়ে এসেছে, আগামীতেও তা অব্যাহত রাখবে। বিশেষত এইচসিএমপি'তে মাঠ পর্যায়ের নারীকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করতে ব্র্যাকের পক্ষ থেকে আরও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি যোগ করেন, ব্র্যাক সবসময় নারী-পুরুষের সমতার বিষয়টি বিশ্বাস করে। আমাদের প্রয়াত স্যার আবেদ ভাই প্রায়শই এই সমতার কথা ব্যক্ত করেছেন। এজন্য নিজেদের অবস্থান থেকে যেমন নারীদের মুখ খুলতে হবে, তেমনি পুরুষদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে। এভাবেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই নারী-পুরুষের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব।

এতে বক্তারা- নারী অধিকার রক্ষায় শিক্ষা ও সচেতনতার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার উপর বেশি গুরুত্বারোপ করেন।

এতে আলোচনা সভা ছাড়াও ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উখিয়া ও টেকনাফ থেকে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে কর্মরত শতাধিক নারী-কর্মী অনুষ্ঠানে অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ