Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লেসমেন্ট এজেন্ট হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এর ওয়ান ব্যাংক পারপেচুয়াল বন্ডের সমাপনী অনুষ্ঠান ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৬:৩১ পিএম | আপডেট : ৭:০৮ পিএম, ২৩ মার্চ, ২০২২

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড গর্বের সাথে প্লেসমেন্ট এজেন্ট হিসেবে ওয়ান ব্যাংক এর ৪০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের সমাপনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। আজ (বুধবার) ওয়ান ব্যাংক পারপেচুয়াল বন্ডের সমাপনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ওয়ান ব্যাংক এর হেডকোয়ার্টার এ। মোঃ মনযুর মফিয, ম্যানেজিং ডিরেক্টর, ওয়ান ব্যাংক লিমিটেড এবং তানজিম আলমগির, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওয়ান ব্যাংক এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড -দেশের শীর্ষস্থানীয় এবং দ্রুতবর্ধনশীল ইনভেস্টমেন্ট ব্যাংকদের মধ্যে অন্যতম একটি ব্যাংক, যার যাত্রা শুরু গত বছর। এক বছরে কোম্পানিটি তার অভিজ্ঞ টিম এর সাথে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সর্বস্তরে পৌছাতে সক্ষম হয়েছে এবং দক্ষতার সাথে তহবিল সংগ্রহ করে দেশের সব শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং উক্ত শিল্প এর স্টেকহোল্ডারদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

অ্যারেঞ্জার তহবিল সংগ্রহ করতে অক্ষম হলে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড চ্যালেঞ্জটি গ্রহন করে তহবিলটি অতি স্বল্প সময়ে সফলভাবে সংগ্রহ করে কাজটি সম্পন্ন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ