Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিটল মটরস বাংলাদেশে নিয়ে এলো নতুন সাশ্রয়ী ট্রাক টাটা এলপিটি ষোল তের কিং

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:৩৮ পিএম

টাটা মটরস এবং এর একমাত্র ডিস্ট্রিবিউটর নিটল মটরস বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন সাশ্রয়ী বানিজ্যিক গাড়ি এলপিটি ষোল তের কিং (LPT 1613 KING)। দেশের পণ্য পরিবহন ব্যবস্থার এক নতুন সমাধান হবে 1613 King।
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য
☞ এই শ্রেণীর যেকোনো গাড়ির চেয়ে বেশি জ্বালানি সাশ্রয়ী
☞ খালি অবস্থায় গাড়ির ওজন অনেক কম - ফলে বেশি পণ্য পরিবহন করতে পারে
☞ নির্ভরযোগ্য যন্ত্রাংশ
☞ এন্টি লক ব্রেকিং সিস্টেম
☞ রেডিয়াল টায়ার
অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহমাদ বলেন, “এই ক্যাটাগরিতে 1613 King সবচেয়ে সাশ্রয়ী একটি ট্রাক। ফলে যারা পরিবহন ব্যবসায় আসতে চাচ্ছেন তাদের জন্য এটি হবে উপযুক্ত গাড়ি। এই গাড়ির এমন কিছু শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে যা ভারী ও অধিক পণ্য পরিবহনের কাজকে সহজতর করবে। এটি অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী এবং গাড়ির সাথে আপনি পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি। আমি আশা করছি দেশের পরিবহন ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে “।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব সৌমিত্র পল ( হেড অফ মার্কেটিং কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল বিজনেস - টাটা মটরস)। উপস্থিত ছিলেন জনাব আব্দুল মারিব আহমাদ (ভাইস চেয়ারম্যান, নিটল নিলয় গ্রুপ), জনাব মুহাম্মাদ সেলিম ( ফাইন্যান্স ডিরেক্টর, নিটল মটরস লিমিটেড), জনাব মোহাম্মদ তানবীর শহীদ ( সিইও, সেলস এন্ড মার্কেটিং, নিটল মটরস লিমিটেড)।
শক্তিশালী ও নির্ভরযোগ্য যন্ত্রাংশে তৈরি LPT 1613 King রকমারি পণ্য পরিবহনে ব্যবহার করা যাবে। টাটা মটরসের আধুনিক ইঞ্জিনিয়ারিং সিস্টেম দ্বারা সমর্থিত, LPT 1613 BSIII TCIC উন্নত কেবিন প্রযুক্তি, রেডিয়াল টায়ার, উচ্চতর জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা এবং উন্নত গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সমন্বয়ের মাধ্যমে অধিকতর ভালো পারফরম্যান্স প্রদান করে।
LPT 1613 রেঞ্জের বিশেষত্ব হচ্ছে এর নির্ভরযোগ্যতা এবং বিভিন্ন ধরন। একাধিক হুইলবেস এবং বডি অপশন থেকে আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে পারেন, যা অধিক লোড বহন করে এবং আপনার উপার্জনকে বাড়িয়ে দেয়। পাশাপাশি এলপিটি 1613 কিং থেকে আপনি পাবেন, ধারাবাহিক উচ্চ মাইলেজ এবং নির্ভরযোগ্য কর্মক্ষমতা, যা আপনাকে বছরের পর বছর ধরে একটি স্থির আয়ের নিশ্চয়তা দেয়।
টাটা GBS 600 গিয়ারবক্স যুক্ত নির্ভরযোগ্য ইঞ্জিনের এলপিটি ১৬১৩ কিং সার্বিক অপারেটিং খরচ কমিয়ে দেয় এবং অধিক মুনাফা অর্জনের দরজা খুলে দেয় । পাশাপাশি এই গাড়ির রেডিয়াল টায়ার, শক্তিশালী সাসপেনশন এবং রেয়ার এক্সেল (RA 110) বাংলাদেশের ড্রাইভিং কন্ডিশনের জন্য খুবই উপযোগী। এই ট্রাকের উন্নত কেবিন ও এন্টি লক ব্রেকিং সিস্টেম দেয় নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিং এর অভিজ্ঞতা।
টাটা মটরস
১০৯ বিলিয়ন ডলারের টাটা গ্রুপের অংশ টাটা মটরস লিমিটেড, যেটি বর্তমানে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রতিষ্ঠান এবং বিশ্বের অটোমোবাইল প্রস্তুতকারকদের মধ্যে প্রতিনিধিত্বকারী কোম্পানি, যা কার, ইউটিলিটি ভেহিক্যালস, পিকআপ, ট্রাক, এবং বাস তৈরি করে, পাশাপাশি প্রদান করছে বিভিন্ন ধরনের সমন্বিত, স্মার্ট ও ই- মোবিলিটি সল্যুশনস। "কানেক্টিং এসপিরেশন্স" এই প্রতিপাদ্যকে ব্রান্ড প্রমিসের মূল জায়গায় রেখেছে টাটা মটরস এবং এটি বর্তমানে ভারতের বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে মার্কেট লিডার ও প্রাইভেট কারের ক্ষেত্রে প্রথম তিনের মধ্যে অবস্থান করছে।
১০৩টি সাবসিডিয়ারি, ৯টি সহযোগী প্রতিষ্ঠান, ৪টি জয়েন্ট ভেঞ্চার এবং ২টি জয়েন্ট অপারেশনের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে টাটা মটরস তার অপারেশন চালাচ্ছে ইন্ডিয়া, ইউকে, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইন্দোনেশিয়ায়। টাটা মটরসের বাণিজ্যিক ও প্যাসেঞ্জার ভেহিক্যালগুলো বাজারজাত হচ্ছে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, রাশিয়া এবং অন্যান্য CIS দেশগুলোতে।



 

Show all comments
  • রাবিব ২৪ ডিসেম্বর, ২০২২, ৮:২৩ পিএম says : 0
    গারি টা দেখতে পারি
    Total Reply(0) Reply
  • রাবিব ২৪ ডিসেম্বর, ২০২২, ৮:২৩ পিএম says : 0
    গারি টা দেখতে পারি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ