পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সউদী আরবে থাকা অল্প কিছু রোহিঙ্গার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। গতকাল সোমবার ঢাকাস্থ সউদী দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কক্সবাজারে সউদী আরবের অর্থায়নে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সউদী দূতাবাস। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেয়ার বিষয়ে আমরা ভুলেও চিন্তা করি না। তবে সউদীতে অবস্থানরত অল্প কিছু রোহিঙ্গার কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঢাকায় নিযুক্ত সউদী রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়াতে আরও সক্রিয় ভূমিকা রাখবে সউদী আরব। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলায় অর্থ সহায়তাও দেবে সউদী আরব।
অন্যদিকে গতকাল জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বিকৃত ইতিহাস একসময় শিশু-কিশোরদের কাছে প্রচার করা হচ্ছিল। আমাদের প্রধানমন্ত্রী সঠিক ইতিহাস শিশু-কিশোরদের কাছে তুলে ধরছেন। ইতিহাস কাউকে কোনোদিন ক্ষমা করে না। যে অন্যায় করে, কোনো না কোনোদিন তা প্রকাশ পায়।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে ৩ মার্চ তার বাসভবনে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। সঙ্গে সঙ্গে সারাদেশের এমন কোনো বাড়ি নেই, যেখানে স্বাধীনতার পতাকা ওড়েনি। ৭ মার্চের ভাষণ বদলে দিয়েছিল বাংলাদেশকে। আমরা নিরস্ত্র বাঙালি, তাই বঙ্গবন্ধু বলেছিলেন, যার কাছে যা কিছু আছে তা নিয়ে রুখে দাঁড়াতে। বঙ্গবন্ধুর ডাকে নিরস্ত্র বাঙালি সশস্ত্র হয়ে দেশ স্বাধীন করেছিলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।