Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেএমআই হসপিটাল রিক্যুইজিটের আইপিওতে সাড়ে ৮ গুণ বেশি আবেদন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। গত রবিবার রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে শেয়ার বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রো-রাটা ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়। এতে প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছেন ৫১ অথবা ৫২টি শেয়ার এবং প্রবাসী বিনিয়োগকারীরা পেয়েছেন ৫৮ অথবা ৫৯টি শেয়ার।
অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ৭৫ কোটি টাকার আইপিও’র বিপরীতে আবেদন জমা পড়ে ৬৪৯ কোটি ১৩ লাখ ২১ হাজার ৪০০ টাকার। প্রয়োজনীয় বিনিয়োগ আবেদনের তুলনায় যা প্রায় ৮ দশমিক ৬৫ গুণ।
শেয়ার বরাদ্দ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক আমিন ভূঁইয়া এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ