পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
র্যাবের মেজর ও পুলিশের আইজির ছোট ভাই পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার রাতে নগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. মিনহাজ (৩৮) ও মো. আবু বশর (৫৫)। মিনহাজ নগরীর হালিশহর এলাকার মৃত আবদুস ছাত্তারের পুত্র। আবু বশরের গ্রামের বাড়ি বোয়ালখালীর চরণদ্বীপে। তিনি ওই গ্রামের মৃত জজ মিয়ার পুত্র।
র্যাব জানায়, ওই দুজন দীর্ঘদিন ধরে র্যাবের মেজর ও পুলিশের প্রধানের ছোট ভাই পরিচয়ে লোকজনের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে আসছিল। এমন খবরের ভিত্তিতে তাদের গতিবিধি নজরদারি করা হয়। এ ধারাবাহিকতায় দুজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।