পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এভিয়েশন খাতের সার্বিক বিকাশে সিভিল এভিয়েশন একাডেমিকে আর্ন্তজাতিক মানে উন্নীতকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে একাডেমির ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসিআই-আইসিএও’র সহযোগিতায় বিভিন্ন বৈদেশিক প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল রোববার একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ বিদেশি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও প্রশিক্ষণ) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী ও সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে রূপান্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে এভিয়েশন খাতের সার্বিক বিকাশে সিভিল এভিয়েশন একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমানে সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন। এতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।