পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশুর মৃত্যু নাপা সিরাপ খেয়ে হয়নি। শিশু দুটিকে বিষ মাখানো মিষ্টি খাইয়ে হত্যা করেন মা লিমা বেগম। পরে দাবি করেন নাপা সিরাপ খেয়ে তার সন্তানদের মৃত্যু হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে শিশু দুটির মা লিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ১টায় লিমা বেগমকে উপজেলার দুর্গাপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই শিশু দুটির মা আকলিমা তার কথিত প্রেমিক সফিউল্লাহ ছাড়াও অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে শিশুটির বাবা ইসমাইল হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ঘটনা পর থেকেই তার মায়ের আচার-আচরণ সন্দেহ জনক ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পরকীয়ার কারণে মিষ্টির সাথে বিষ মিশিয়ে ছেলে দুটিকে হত্যার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত লিমা বেগমকে গতকাল বৃহস্পতিবার সিনিয়র ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবান বন্দি গ্রহণ করা হয়। এর আগে গত ১০ মার্চ মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ খাওয়ানোকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনার খবরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।