পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অগ্রিম পাওয়া রফতানি মূল্য এখন থেকে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবে ব্যাংকগুলো। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ বিষয়ে অনুমতি দিয়ে একটি সার্কুলার জারি করেছে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, অগ্রিম প্রাপ্ত রফতানি মূল্য বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে। পাশাপাশি সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধে ব্যবহার করা যাবে।
ব্যাক টু ব্যাক ঋণপত্র ছাড়া অন্য আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে অগ্রিম প্রাপ্ত বৈদেশিক মুদ্রা ৩০ দিন সংরক্ষণ করা যাবে। এ সার্কুলার জারির আগ পর্যন্ত অগ্রিম প্রাপ্ত রফতানি আয় টাকায় নগদায়ন করতে হতো। খাতসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় রফতানিকারক লাভবান হবেন এবং বিনিময়জনিত ক্ষতি থেকে মুক্তি পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।