Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়নগঞ্জে নতুন ভবনে জনতা ব্যাংকের গোপালদী বাজার শাখার উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৮:৫০ পিএম

নারায়নগঞ্জে জনতা ব্যাংক লিমিটেড এর গোপালদী বাজার শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। সোমবার (১৪.০৩.২০২২) নারায়নগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ ও পরিচালক কে. এম. সামছুল আলম বিশেষ অতিথি এবং ডিএমডি মোঃ আসাদুজ্জামান সম্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের জিএম মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য নির্বাহী/কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এক গ্রাহক সমাবেশে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকিং সেবার মান উন্নয়নসহ এটিএম বুথ স্থাপন ও নারাযনগঞ্জের আড়াইহাজারে ব্যাংকের একটি নতুন শাখা চালু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ