Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কেন্টাইল ব্যাংকের ১৩তম এমটিও ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৬:১৫ পিএম

মার্কেন্টাইল ব্যাংকে ১৩তম ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের তিন সপ্তাহ মেয়াদী ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। প্রথম ধাপে ৫০ জন এমটিও প্রশিক্ষণে অংশ নেন। গতকাল ১৩ মার্চ মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি, নবীন কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিংয়ের মৌলিক জ্ঞান অর্জনের তাগিদ দেন। একইসাথে তিনি ব্যাংকিং খাতে নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে তৈরি হওয়ার জন্য তরুণ কর্মকর্তাদের আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি ও মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিকসহ অন্যান্য অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ