Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেলটা লাইফ ইনসিওরেন্সে বহাল থাকছেন প্রশাসক

আপিল শুনানি ১০ এপ্রিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০০ এএম

ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি ১০ এপ্রিল। সে পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিতই থাকছে। এর ফলে ওই সময় পর্যন্ত প্রতিষ্ঠানটিতে প্রশাসক থাকতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিলকারী পক্ষের আইনজীবীরা।
গতকাল রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার তানজীব উল আলম। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

গত ১৬ জানুয়ারি ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর আগে আপিল বিভাগের চেম্বার জাস্টিস হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিলটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
ডেলটা লাইফ ইনসিওরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে গত ৬ জানুয়ারি রায় দেন বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের ডিভিশন বেঞ্চ। ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
মামলায় বলা হয়, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়সহ নানা অনিয়মের অভিযোগে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেলটা লাইফ ইনসিওরেন্সের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে ৪ মাসের জন্য প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ। সংস্থাটির চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আনার কয়েক দিন পর ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে বীমা নিয়ন্ত্রক সংস্থাটি। আইডিআরএর ওই নিয়োগ চ্যালেঞ্জ করে ডেলটা লাইফের বরখাস্ত হওয়া পর্ষদ রিট করে। এরই ধারাবাহিকতায় মামলা আপিলে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ