Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ সেন্টমার্টিন পরিবহনের বাস জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১১:১৬ পিএম

রাজধানীর আরামবাগ এলাকা থেকে ১ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ সেন্টমার্টিন পরিবহনের হেলপার সোহেল রানাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় জব্দ করা হয়েছে বাসটি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, কক্সবাজার থেকে এই চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে ইয়াবা নিয়ে আসতো। গতকাল সেন্টমার্টিন পরিবহনের বাসের হেলপার কক্সবাজার থেকে বেশ কয়েকবার ইয়াবার চালান রাজধানীতে এনেছে। রাজধানীতে আনার পর কোনও এক ব্যক্তি প্যাকেটগুলো নিয়ে যেতো। ইয়াবার এই চ্যালানটি জব্দের পর সজীব নামে এক ব্যক্তি সম্পর্কে আমরা তথ্য পেয়েছি, তাকে অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

মেহেদী হাসান আরও বলেন, বাসের সিটের ভেতরে অভিনব কায়দায় কক্সবাজার থেকে রাজধানীতে ইয়াবা আনা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তৎপর রয়েছে বিভিন্ন চক্র। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ