Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশে করোনাভাইরাস মৃত্যু ৩, শনাক্ত ৩২৭

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:১৯ এএম


গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন রোগী, শনাক্তের হার ও মৃত্যু বেড়েছে। এসময় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩২৭ জন আর মারা গেছেন তিন জন। একই সময়ে রোগী শনাক্তের হার এক দশমিক ৯১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর একদিন আগে একজনের মৃত্যু, ৩২৩ জনের শনাক্ত ও শনাক্তের হার এক দশমিক ৯৭ শতাংশ বলে জানিয়েছিল অধিদফতর।

অধিদফতরের তথ্যানুযায়ী, নতুন শনাক্ত হওয়া ৩২৭ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন আর মারা যাওয়া তিন জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট মারা গেলেন ২৯ হাজার ১০০ জন। করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৯ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৯৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১০৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ হাজার ৩৮৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৫২ হাজার ৭৪৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৪৭ হাজার ৬৩৮টি।

অধিদফতর আরও জানায়, দেশে এখন পর্যন্ত করোনাতে মোট রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ২০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই পুরুষ। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের দুই জন আর ৭১ থেকে ৮০ বছরের একজন। মারা যাওয়া তিন জনের মধ্যে ঢাকা বিভাগের দুই জন আর খুলনা বিভাগের আছেন একজন। তিনজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ