Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত সহ্য করা হবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:১৯ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নৈতিকতা বিবর্জিত শিক্ষা আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এসএসসি’র মত গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা-২০২৩ এ করোনার অজুহাত দেখিয়ে ধর্ম ও নৈতিক শিক্ষা“ বাদ দেয়ার প্রস্তাবনা কোনভাবেই মেনে নেয়া যায় না। একদিকে বিজ্ঞানমনস্ক বানানোর নামে ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বইয়ে বিতর্কিত ডারউইন তত্ত্ব‘ বহাল রাখা হয়েছে অথচ নীতি নৈতিকতা শিক্ষার অন্যতম মাধ্যম ধর্মশিক্ষা“ বাদ দেয়ার প্রস্তাবনা দেয়া হয়েছে যা সচেতন জনগণ গভীর চক্রান্তের অংশ হিসেবে দেখছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা আয়োজিত দাওয়াতী মাস উপলক্ষে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। সংগঠনের ঢাকা জেলা শাখা সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য রাখেন, হাফেজ জয়নুল আবেদীন, অধ্যাপক আমিনুল ইসলাম, ডা. কামরুজ্জামান, টিএম মাহফুজুর রহমান, মুফতী আলমাস, মুফতী নূর হোসাইন, মাওলানা ইলিয়াস হোসাইন, ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী, হাবিবুর রহমান খোকন, বাবুল মাস্টার, আহসান হাবিব ও সোলাইমান।
অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ইসলামের দাওয়াত সর্বত্র পৌঁছে দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করতে হবে। রাসূল (সা.) একজন রাষ্ট্র নায়ক ছিলেন, তিনি দীর্ঘ দশ বছর রাষ্ট্র পরিচালনা করে বিশ্বে প্রথম লিখিত সংবিধান রচনা করেছিলেন। এখন অনেক মুসলমানই জানে না রাসূল (সা.)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ