Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেদওয়ান আহমেদ দম্পতিকে আত্মসমর্পণের নির্দেশ

একবছরে শেষ করতে হবে বিচার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ১১:৫৩ পিএম

সাবেক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদ ও তার স্ত্রী মমতাজ আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলা বাতিলে জারিকৃত রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে চলমান মামলার বিচার কার্যক্রম চলতে কোনো বাঁধা নেই। এ তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালত তার আদেশে মামলার বিচারকাজ এক বৎসরের মধ্যে সম্পন্ন করারও নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে উভয় আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ১৯ ডিসেম্বর ওই রেদওয়ান আহমেদ এবং তার স্ত্রী মমতাজ আহমেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহিভর্‚ত ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ অর্জন এবং ১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জুলাই চার্জশিট দাখিল করে দুদক। মামলার কার্যক্রমের ওপর ২০০৮ সালে থেকে রুল এবং স্থগিতাদেশ ছিল। এ কারণে দীর্ঘদিন মামলার কার্যক্রম বন্ধ ছিল। এ আদেশের মধ্য দিয়ে স্থগিতাদেশ রদ হলো বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন মানিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ