Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্রির শীর্ষে যেসব বই

রাহাদ উদ্দিন | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ১১:৫৯ পিএম

হাটি হাটি পা পা করে প্রায় শেষ হতে চললো অমর একুশে বইমেলা ২০২২। গতকাল বুধবার মেলার ২৩তম দিনে মেলা প্রাঙ্গন ঘুরে এর মধ্যেই আঁচ করা গেল বিক্রির শীর্ষে থাকা বইগুলোর তালিকা। মেলার এই সময়ে দাড়িয়ে পাঠকরা সহজেই বাছাই করে নিতে পারছেন তাদের পছন্দের বই। কারণ হিসেবে তারা জানান মোটামুটি প্রত্যাশিত সব লেখকের বই মেলায় প্রাকশিত হয়েছে মেলার সপ্তাহখানেক পর থেকেই। ফলে এখন আর লেখকের বই প্রকাশের জন্য কোন ধরনের অপেক্ষা করতে হচ্ছেনা বা যাচাই করতে হচ্ছেনা। পাঠকরা আগে পড়ে যে বইগুলোর রিভিও ভালো বলছেন সেগুলো অতি সহজেই কিনে নিতে পারছেন তারা।

কয়েকবছর ধরেই বইমেলায় নবীন ও তরুণ লেখকদের বই বিক্রির শীর্ষে থাকছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গতকাল মেলা ঘুরে বিভিন্ন জনপ্রিয় প্রকাশনীতে কথা বলে জানা যায়, প্রবীণ লেখকদের পাশাপাশি তরুণ ও নবীন লেখকদের বইও পাঠক সমাজে ব্যাপক সাড়া পেয়েছে।

জনপ্রিয় প্রকাশনীগুলোতে কথা বলে জানা যায়, অন্বেষা প্রকাশনী থেকে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় রয়েছে সাজিয়া জাহান সিনহা লিখিত আত্ম উন্নয়নমূল বই ‘ব্রেইন গেইম’, হুমায়ূন আহমেদ লিখিত রোমান্টিক উপন্যাস ‘রূপা’ ও জুয়েল আহসান কামরুলের লিখা ‘কিমোনা কন্যা’। শোভা প্রকাশ থেকে প্রকাশিত শাহরিয়ার সোহাগের লিখা ট্রাজেডি উপন্যাস ‘চুড়িহাট্টা মোড়’। ২০১৯ সালের ২০ ফেব্রæয়ারি পুরান ঢাকার চকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাÐের স্মরণে লিখা বইটি পাঠক সমাজে বেশ সাড়া পেয়েছে বলে জানান ব্যবস্থাপক আশিকুর রহমান শুভ। প্রবন্ধ গল্প ও উপন্যাসধর্মী বই বেশি বিক্রি হচ্ছে বলে জানান মাওলা ব্রাদার্সের ব্যবস্থাপক শাহিন।

ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মোহাইমিন পাটোয়ারীর লিখা বই ‘ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য’ আশির আহমেদের ভ্রমণ কাহিনী ‘জাপান কাহিনি’ ও তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদের লিখা ‘নেতা ও পিতা’। পার্ল পাবলিকেশন্স থেকে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় রয়েছে আনিসুল হকের লিখা ‘করোনাকালের কৌতুক’ ও দীপু মাহমুদের লিখা গল্পের বই ‘ব্রেবোর্ন রোড’। আকবর আলি খানের লিখা ‘পুরনো সেই দিনের কথা’ ও প্রখ্যাত গবেষক মহিউদ্দিন আহমদের লিখা ‘পার্বত্য চট্টগ্রাম’ বইটিও পাঠক সমাজে বেশ সাড়া পেয়েছে। বইটি লিখা হয়েছে জুমপাহাড়ের রাজনীতির ভাঙাগড়ার কাহিনি নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রমমান ও জেনারেল আবুল মনজুরের বিয়োগান্ত উপাখ্যানও স্থান পেয়েছে বইটিতে।

আহমদ পাবলিশিং হাউজ থেকে প্রকাশিত বইয়ের তালিকায় শীর্ষে রয়েছে যোবায়ের আহসানের লিখা ছাত্র ও শিক্ষকের প্রেমের উপাখ্যান নিয়ে লিখা বই ‘একজন ক্যাকাসু’। এছাড়াও রয়েছে জহির খানের লিখা ‘মেঘের আড়ালে মেঘ’। নাগরী প্রকাশনীতে রয়েছে প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের লিখা ‘দি আলটিমেইট ফেইট অব দ্য ইউনিভার্স’ বইয়ের অনুবাদ ‘মহাবিশ্বের অন্তিম পরিণতি’। বইটির অনুবাদ করেছেন মুন্তাজিম আলী মহাবিদ্যালয়ের শিক্ষক অনঙ্গভূষণ দাস। দিব্য প্রকাশ থেকে রয়েছে ইশতিয়াক খান অনূদিত ‘পৃথিবীর ইতিহাস’। অনিন্দ্য প্রকাশে শীর্ষে রয়েছে মোশতাক আহমেদের থ্রিলার ‘মেঘে ঢাকা জোছনা’, ‘মন জোছনার কান্না’ ও সায়েন্স ফিকশন বই ‘নিলিন’। স্টুডেন্ট ওয়েজ থেকে রয়েছে আহমদ ছফার ‘পাঁচটি উপন্যাস’, ‘ওঙ্কার’ ও আনোয়ার পাশার লিখা ‘রাইফেল, রোটি, আওরাত’। পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে কমিকসের বই ‘বেসিক আলী’। নালন্দা প্রকাশনী থেকে রয়েছে লতিফুল ইসলাম শিবলীর লিখা থ্রিলার বই ‘অন্তিম’ এবং রবিন জামান খানের থ্রিলার ‘বিখÐিত’।

অনিন্দ্য প্রকাশ থেকে রয়েছে মিঠা মামুনের ছড়া কবিতা ‘তন্ত্র ছাড়া মন্ত্র’ এবং ইশতিয়াক আহমেদের লিখা ‘স্টেশন রোডের নদী’। তাম্রলিপি থেকে প্রকাশিত বইয়ের মাঝে বরাবরের ন্যায় এবারও বিক্রির শীর্ষে রয়েছে মুহম্মদ জাফর ইকবালের লিখা ‘আহা টুনটুনি উহু ছোটাচ্চু’ বইটি। জিনিয়াস পাবলিকেশন্সে রয়েছে ‘আনা ফ্রাঙ্কের ডায়েরি’ ও ইসলামিক বইগুলো। অন্য প্রকাশ থেকে প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে সাদাত হোসাইনের ‘প্রিয়তম অসুখ সে’ ও মৌরি মরিয়মের লিখা ‘দুয়ারে দ্বিধার দেয়াল’। এছাড়াও হুমায়ূন আহমেদের বইগুলো বেশি বিক্রি হচ্ছে। অনন্যা থেকে রয়েছে নিশাত ইসলামের লিখা থ্রিলার বই ‘মন’ ও শানারেই দেবী শানুর লিখা সাইকোলিজক্যাল উপন্যাস ‘ঘুণমানুষ’। কথা প্রকাশ থেকে বেরিয়েছে মোশতাক আহমেদের লিখা ‘বিজ্ঞানী মামা’।
সময় প্রকাশনী থেকে শীর্ষে রয়েছে মুহম্মদ জাফর ইকবালের লিখা বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘আমি পরামানব’। মহাকালে রয়েছে মো.আরিফুজ্জামানের লিখা ‘কাছের মানুষ’। সমকালীন প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের মাঝে রয়েছে জনপ্রিয় ইসলামিক লেখক আরিফ আজাদের ‘এবার ভিন্ন কিছু হোক’। কাকলী প্রকাশনী থেকে শীর্ষে রয়েছে হুমায়ূন আহমেদের লিখা বইগুলো। এছাড়াও শিশুতোষ বইগুলো মেলায় বেশি বিক্রি হচ্ছে বলে জানান প্রকাশকরা।

 



 

Show all comments
  • রুহুল আমিন ১০ মার্চ, ২০২২, ১২:৩৯ এএম says : 0
    পাঠকের একটা বড় অংশের আগ্রহ থাকে ইসলামী বইয়ের কিন্তু কতৃপক্ষ অন্যান্য ধর্মের বইয়ের স্টলে জায়গা দিলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামি বইকে এ মেলায় নিষিদ্ধ করেছে। ফলে এ মেলার বিশেষত্ব হারিয়ে ফেলেছে এবং বই কেনার আগ্রহ হারিয়ে ফেলছে।
    Total Reply(0) Reply
  • রুহুল আমিন ১০ মার্চ, ২০২২, ১২:৩৯ এএম says : 0
    পাঠকের একটা বড় অংশের আগ্রহ থাকে ইসলামী বইয়ের কিন্তু কতৃপক্ষ অন্যান্য ধর্মের বইয়ের স্টলে জায়গা দিলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামি বইকে এ মেলায় নিষিদ্ধ করেছে। ফলে এ মেলার বিশেষত্ব হারিয়ে ফেলেছে এবং বই কেনার আগ্রহ হারিয়ে ফেলছে।
    Total Reply(0) Reply
  • *মু:ওয়াসিউল হক ১০ মার্চ, ২০২২, ৮:৫০ এএম says : 0
    বাংলাদেশের মানুষের আগ্রহ এখন ইসলামী বইয়ের কিন্তু বইমেলায় অন্যান্য ধর্মের বইয়ের স্টলে জায়গা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামি বইকে এ মেলায় জায়গা দেওয়া হয় না।
    Total Reply(0) Reply
  • Yusuf ১০ মার্চ, ২০২২, ১০:৩৪ এএম says : 0
    Good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ