পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়ার বিরুদ্ধে বক্তব্য দিতে পারবেন না ইটভাটা মালিক সমিতির কোনো নেতা। এই শর্তে রিটে পক্ষভুক্ত করা হয়েছে ‘ইটভাটা মালিক সমিতি’কে। গতকাল বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সংগঠনটির আবেদনের ওপর শুনানি নিয়ে পক্ষভুক্তির আদেশ দেন।
এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। গতকাল সমিতির আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। পরিবেশ অধিদফতরের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আমাতুল করিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে অ্যাডভোকেট মো. শাহজাহান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, ফায়ার সার্ভিসের মহাপরিচালকের পক্ষে অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান।
এর আগে গত ১ মার্চ ঢাকাসহ সংলগ্ন ৫ জেলার সব অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়ার দেন হাইকোর্ট। এ জন্য আদালত সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ১৫ দিনের সময় বেঁধে দেন। জেলাগুলো হচ্ছে, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ।
গত ১৬ ফেব্রæয়ারি ঢাকাসহ পার্শ্ববর্তী ৫টি জেলায় ৩১৯টি অবৈধ ইটভাটা রয়েছে-মর্মে আদালতে তথ্য দাখিল করেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক আবদুল হামিদ। ঢাকা মহানগর ও আশেপাশের এলাকায় বায়ুদূষণ বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে এ রিট করে।
রিটের শুনানি শেষে ঢাকার বায়ুদূষণ রোধে কয়েকদফা নির্দেশনা দেন আদালত। নির্দেশনাগুলো হচ্ছে, বিশেষজ্ঞ কমিটি হঠন হওয়ার পর তাদের মতামত বিবেচনা করে বায়ুদূষণ রোধে ঢাকায় নির্মাণাধীন এলাকায় মাটি/বালি/বর্জ্য ঢেকে রাখা। সিটি করপোরেশন কর্তৃক রাস্তায় পানি ছিটানো। রাস্তা খোঁড়ার কাজে টেন্ডারের শর্ত পালন নিশ্চিত করা। কালো ধোঁয়াবাহী যানবাহন জব্দ করা ও অবৈধ ইটভাটা বন্ধকরণ।
এসব নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ৩০ জানুয়ারি হাইকোর্টে একটি সম্পূরক আবেদন দাখিল করেন সংস্থাটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওই আবেদনের সঙ্গে ঢাকার বর্তমান বায়ুদূষণের মাত্রার সর্বোচ্চ পর্যায়ের অবস্থান ও অবৈধ ইটভাটা পরিচালনা সম্পর্কে মিডিয়ার সংবাদ সংযুক্ত করে ৪ দফা নির্দেশনা চাওয়া হয়।
হাইকোর্টের দেয়া একাধিক নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ না থাকায় ৫ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) ভার্চুয়ালি সংযুক্ত থাকার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ ইটভাটার তালিকা দাখিলেরও নির্দেশ দেন। ওই আদেশের ধারাবাহিকতায় জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধিরা আদালতে যুক্ত হয়ে তাদের বক্তব্য দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।