Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বকেয়া বেতনের দাবিতে আমিন জুট মিল শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১২:০১ এএম

বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছেন পাটকল থেকে অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ১১টায় আমিন জুট মিল এলাকায় সমাবেশ থেকে অবিলম্বে পাওনা পরিশোধের দাবি জানান তারা। বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে মিল বন্ধ হওয়া পর্যন্ত যারা চাকরি থেকে অবসরে গেছেন তাদের বকেয়া এখনও দেয়া হয়নি। তাদের পরিবার আর্থিক কষ্টে আছেন। করোনা মহামারিতে অবসরে যাওয়া অনেকে মৃত্যুবরণ করেছেন।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে আমিন জুট মিলসহ ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া হয়।
এসময় কিছু শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ করা হলেও ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পাওনা অর্থ পরিশোধের উদ্যোগ নেয়া হয়নি বলে জানান শ্রমিকেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ