Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পেশাজীবী নারীদের সম্মাননা দিলো র‌্যাডিসন ব্লু ঢাকা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ৬:৪৮ পিএম | আপডেট : ৬:৫১ পিএম, ৯ মার্চ, ২০২২

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো ‘উইমেন অব এক্সেলেন্স প্রোগ্রাম ২০২২’ আয়োজন করেছে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেল। অনুষ্ঠানে দেশের নারী পেশাজীবীদের নিয়ে একটি আলোচনা পর্ব এবং তাদের কর্মজীবনে সফলতা ও অর্জনসমূহের প্রতি সম্মাননা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে এই বছরের নারী দিবসের থিম #ব্রেকদ্যবায়াস এর প্রতি সমর্থন প্রদর্শন করেছে র‍্যাডিসন ব্লু।

‘উইমেন অব এক্সেলেন্স প্রোগ্রাম’এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি, প্রমুখ। অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় প্রেসক্লাব-এর সভাপতি ফরিদা ইয়াসমিন; শেয়ারট্রিপ-এর প্রতিষ্ঠাতা সাদিয়া হক; ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হুমাইরা আজম; মার্কস অ্যান্ড স্পেন্সার-এর কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক; এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিমুল ইউসুফ। এছাড়া, আরও উপস্থিত ছিলেন ওয়ারাহ-এর প্রতিষ্ঠাতা ও চীফ ডিজাইনার রুমানা চৌধুরী; ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম-এর সভাপতি শারমিন রিনভী; এবং জনপ্রিয় রন্ধনশিল্পী নাহিদ ওসমান। আলোচনা পর্বটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কনসিটো-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মাহজাবীন ফেরদৌস।

র‍্যাডিসন ব্লু ঢাকা’র জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) এবং সেলস ও মার্কেটিং ডিরেক্টর শরফুদ্দিন নেওয়াজ বলেন, “স্বাধীনতার মাসে দেশের সফল ও স্বনামধন্য নারী পেশাজীবীদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন সত্যিই আনন্দিত। দেশের অগ্রযাত্রায় নারীদের ভূমিকা অপরিসীম এবং তাদের প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য। আজকের সকল প্যানেলিস্টসহ উপস্থিত সকল অতিথিদের প্রতি রইল শুভকামনা।”

র‌্যাডিসন ব্লু ঢাকা প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এই বিশেষ প্রোগ্রাম আয়োজন করে। প্রোগ্রামে অংশগ্রহণকারী নারীরা হোটেলে বিশেষ সেবা ও মূল্যছাড় পেয়ে থাকে। প্রথমবারের মতো প্রোগ্রামটিতে অ্যাওয়ার্ড সিরিজ চালু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ