Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক্সপো ২০২০ এ যোগ দিতে এফবিসিসিআই’র নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদলের দুবাই যাত্রা

উদ্বোধন হবে ইউএই-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৭:২৬ পিএম

এক্সপো ২০২০, দুবাই ও বেশকিছু বাণিজ্যিক কর্মসূচীতে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে পাঁচ দিনের জন্য দুবাই'র উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

আজ (সোমবার) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই'র উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।

দুবাইয়ে অবস্থানকালে আগামী মঙ্গলবার বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মেলায় অবস্থিত লিডারশীপ প্যাভিলিয়নে সমঝোতা স্বারক সই করবে এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার। এর আগে সেখানে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগদান করবে এফবিসিসিআই।

বৃহস্পতিবার সকালে ইউএই-বাংলাদেশ ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হবে। বিকেলে উদ্বোধন করা হবে ইউএই-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিলের।

এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে ৬৬ সদস্যর বাণিজ্য প্রতিনিধি দলে আছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) এম.পি, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম, মোঃ আমিন হেলালী, মোঃ হাবীব উল্লাহ ডন, সালাউদ্দিন আলমগীর, এম এ রাজ্জাক খান রাজ, সাবেক সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, পরিচালক শামসুল আলামিন কাজল, মাহবুবুল আলম, মোঃ সাইফুল ইসলাম, খান আহমেদ শুভ, এমপি, নাজ ফারহানা আহমেদ, মোঃ নিজাম উদ্দিন, এমজিআর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, গোলাম মোঃ আলমগীর, মোহাম্মদ ইকবাল শাহরিয়ার, মোঃ আলী হোসেন শিশির সিআইপি, আমজাদ হুসেইন, মোহাম্মদ বজলুর রহমান, মোঃ আসলাম সেরনিয়াবাত, ড. কাজি এরতেজা হাসান সিআইপি, মোহাম্মদ রিয়াদ আলি, মোঃ শাহীন আহমেদ, শমী কায়সার, মোঃ ইকবাল হোসেন চৌধুরী, ড. নাদিয়া বিনতে আমিন, সৈয়দ সাদাত আলমাস কবীর, ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি, এস এম জাহাঙ্গীর আলম (মানিক), এস এম শফিউজ্জামান, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, আবুল কাসেম খান, তাহমিন আহমেদ ।

এছাড়াও রয়েছেন, বেসিস এর সভাপতি তাসলিম আহমেদ রাসেল, ফিকি’র সভাপতি নাসের এজাজ বিজয়, বিকেএমই’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, ব্যাসিস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরী হিমিকা, ভাইস প্রেসিডেন্ট আবু দাউদ খান, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোঃ শহিদুল্লাহ আজিম, ভাইস প্রেসিডেন্ট (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন, মোহাম্মদ ফয়েজুর রহমান ভুইয়া, সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তায়েব, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এমপি, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, প্রান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, বেঙ্গল গ্রুপের পরিচালক জেসমিন আকতার, এম আলম গ্যাস স্টেশনের চেয়ারম্যান জামিলা মাহবুব, পদ্মা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান চৌধুরী নাফীজ সারাফাত, মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিঃ এর চেয়ারম্যান কে এম রেজাউল হাসানাত, কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম, টোটাল বিজনেস সল্যুশন এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান, বিজিএমইএ’র সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, আরটিভি’র ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, বাংলাদেশ এগ্রো প্রসেসর এর সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শাফি, কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম, ওয়ালটন গ্রুপের এসআর নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোঃ আনিসুর রহমান মল্লিক, বে ইকনোমিক জোন এর ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুনশি মোঃ মনিরুল আলম তপন ও জাবের এন্ড জুবায়ের ফ্যাব্রিকস লিঃ এর উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ জুবাইর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ