Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ’র ভাষণ প্রচার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৬:২৭ পিএম

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ী ইউনেসকো স্বীকৃত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ’র ভাষণ প্রচার করল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এই দিনটির সম্মানে ৭ মার্চ স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে দিনব্যাপী দুটি ক্যারাভ্যানের মাধ্যমে মাইকে ৭ মার্চ ১৯৭১-এর ভাষণ প্রচার করা হয়। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যারাভ্যান দুটি দুই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে উক্ত কার্যক্রম পরিচালনা করে। ভাষণ প্রচারের পাশাপাশি ক্যারাভ্যান থেকে শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়। রাজধানীর গুলশান- ২ অঞ্চলে ব্যাংকটির গুলশান শাখার সামনে কার্যক্রম চলাকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক- এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ