Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বঙ্গোপসাগর আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রেও বিশাল গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১:২৮ পিএম | আপডেট : ১:৪১ পিএম, ৬ মার্চ, ২০২২

ব্লু ইকোনমি ব্যবহার করে অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে মেরিন ফিশারিজ একাডেমি’র ৪১তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ পাসিং আউট প্যারেড’-এ যুক্ত হয়ে তিনি একথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানে যুক্ত হন। মূল প্যারেড গ্রাউন্ডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

বঙ্গোপসাগরে বিপুল সামুদ্রিক সম্পদ রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ব্লু ইকোনমি ব্যবহার করে আমাদের দেশের অর্থনীতিকে আরও গতিশীল, শক্তিশালী ও মজবুত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ এ বিষয়ে মেরিন ফিশারিজ একাডেমি’র ক্যাডেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকার সমুদ্রসম্পদের দিকে গুরুত্ব দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে জাতিসংঘ ঘোষিত এমডিজি সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করেছি, এসডিজিও সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছি। করোনার কারণে কিছুটা পিছিয়ে গেলেও আমরা এগিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে এগিয়ে যাচ্ছি। সামুদ্রিক সম্পদ ব্যবহার করে এসডিজি-১৪ এর লক্ষ্যমাত্র অর্জনে পদক্ষেপ নিয়ে যাচ্ছি। আমি আশা করি, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে তোমাদের (মেরিন ফিশারিজ একাডেমি’র ক্যাডেট) ভূমিকা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘বঙ্গোপসাগর শুধু আমাদের জন্য না, আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রেও বিশাল গুরুত্বপূর্ণ। এখানে বিশাল সম্পদও রয়েছে। এখানে যেমন মৎস্য সম্পদ রয়েছে, তেমনি অন্যান্য সম্পদও আছে। সেগুলো আহরণ করে অর্থনীতিকে শক্তিশালী করতে পারব, এটাই আমি আশা করি।’

এই সমুদ্র সম্পদ আহরণে মেরিন ক্যাডেটদের জ্ঞান কাজের লাগানোর আহ্বান জানান সরকারপ্রধান। তিনি আরও বলেন, ‘তোমরা সবসময় সাহসের সঙ্গে কাজ করবে। তোমাদের যে লব্ধ জ্ঞান, এ ক্ষেত্রে আরও বেশি সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।’



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৬ মার্চ, ২০২২, ৩:৩১ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল কর্মযজ্ঞ উন্নয়ন অগ্রগতি ভীশনারি লিডারশিপে দক্ষিণ এশিয়াই বাংলাদেশের বিষ্ময়কর অগ্রযাত্রা বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হওয়ার ব্লুইকোনিমি সমদ্র সম্পদের বিশালাকার কর্ম পরিকল্পনা ভবিষ্যতে বাংলাদেশের সোনালী অধ‍্যায় রচিত হবে। যূব সমাজকাঠামোয় শক্তিশালী কর্ম পরিকল্পনা ছাত্রসমাজের ভবিষ্যতের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশের প্রতিষ্টাতা বিশ্ব মানবতার মা কে শ্রদ্ধা অভিনন্দন সালাম। বাংলাদেশ গৌরবময় অগ্রগতি বিশ্বের মাঝে বাংলাদেশ মর্যাদার আসনে। বাংলাদেশ ঋন দাতাদের কাতারে একটি আত্মমর্যাদাশীল জাতির গৌরব উজ্জল পরিচিতি বঙ্গবন্ধুর কন‍্যার কঠোর পরিশ্রম সাহসী সিদ্ধান্ত আন্তর্জাতিক চ‍্যালেঞ্জ এবং গভীর ষড়যন্ত্রের চ‍্যালেঞ্জের পর চ‍্যালেঞ্জ। বাংলাদেশের অগ্রযাত্রাবিরোধী দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের একমাত্র লক্ষ বঙ্গবন্ধুর কন‍্যাকে স্তম্ভ করা পর্দার অন্তরালে চলছ অবিরাম বঙ্গবন্ধুর শহীদে কাফেলার বিদেশের মাঠিতে থাকার কারণেই বেচে যাওয়া সর্বশ্রেষ্ঠ সম্পদ দুই মমতাময়ী মা বাংলাদেশের কান্ডারী বিশ্বের মাঝে বাংলাদেশের গৌরবময় পরিচিতির নাম। রাজনীতিবিদ সমালোচকদের সমালোচনার উদ্ধে নয়।বাংলাদেশ যে নেতৃত্ব গৌরবময় অগ্রগতি নব দিগন্তে যাত্রা বিশ্বের মাঝেই প্রশংসনীয় দায়িত্বশীল ভূমিকায় মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক গুলো আন্তর্জাতিক পুরুস্কার ইতিমধ্যে পেয়েছেন। আন্তর্জাতিক ষড়যন্ত্র দেশীয় ষড়যন্ত্রকারীদের জন্যেই শতভাগ নিশ্চিতরূপে শান্তির পক্ষে দায়িত্বশীল ভূমিকায় জন্যে। লক্ষ লক্ষ মানুষের আশ্রয় জীবন বাচানোর জন্যে। শান্তিতে নোবেলজয়ী হিসেবে আন্তর্জাতিক পুরুস্কার পেতেন। রক্তাক্ত পার্বত্য চট্টগ্রামের রক্ত রঞ্জিত লাশের সারিবদ্ধ শিরোনাম অশান্তির পাহাড় বাংলাদেশ শান্তির পায়রা উড়িয়ে শান্তি প্রতিষ্টা হাজারো মানুষের জীবন বাচানোর জন্যে নোবেল প্রাইজ পাননি কিছু হারামি ষড়যন্ত্রের কারণে। মায়ানমার সামরিক বাহিনীর ধ্বংসযজ্ঞ কিয়ামতের মত বিভীষিকাময় পরিস্থিতি সমগ্র পৃথিবীর ইলেকট্রনিক মিডিয়াই প্রিন্ট মিডিয়াই রোহিঙ্গা জনগোষ্ঠীর গনহত‍্যার চিত্র আগুনের লেলিহান শিখা মানুষের লাশের ক্ষতবিক্ষত চিত্র। ঐ কঠিন ভয়ংকর পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের জীবন বাচাতে আশ্রয়ের জন‍্য বাংলাদেশের দিকে হতভাগ্য মানুষের কাফেলা তখনই বানবতার দিশারী মাননীয় প্রধানমন্ত্রী বলে ছিলেন প্রযোজনে একবেলা খাব। মানবতার কল‍্যানে বিশালাকার এই কাজের সম্মান মর্যাদা হওয়া উচিৎ ছিলো। নোবেল কমিটির শান্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা। নিশ্চিত নোবেল প্রাইজ না দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় পুরুস্কার দিল বিশ্ব মানবতার মা। যেভাবেই মানবতার কল‍্যানে বাংলাদেশের জন্যে আপনি এগিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ একদিন সত্যিই আপনি শান্তিতে নোবেলজয়ী হবেন। লক্ষকোটি সাধারন জন মানুষের দোয়া। আল্লাহর জমিনজুড়ে প্রায় সাড়ে হাজার কোটি টাকার আল্লাহর বায়তুল্লাহ নির্মাণকাজের দোয়া। হাজার গরিব দুখী মানুষের আশ্রয় প্রকল্প ঘর নির্মাণের দোয়া। হাজারো শত মানবতার কল‍্যেনের দোয়াই এগিয়ে যাবেন। বাংলাদেশ এগিয়ে যাবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মহা মূল্যবান সম্পদ আপনি আপনার জীবন। এই মুহুর্তে শুকনের কুদৃষ্টি পড়েছে বাংলাদেশের উপর আপনার উন্নয়ন অগ্রগতি শক্ররা অদৃশ্য প্রকাশ‍্যে প্রতিদিনই একবার করে আপনার ডিজিটাল ইলেকট্রনিক মিডিয়ার সুযোগ নিয়ে ইউটিউবে ভয়ংকর ভয়াবহ মিথ্যাচারের জঘন্য কল্পকাহিনী প্রচারণার সকল সিমা অতিক্রম করে যাচ্ছেন। এই রাষ্ট্রদ্রোহিতার গভীর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব‍্যবস্থা নিতে হবে । আপনার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহর দরবারে। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ