Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিত্যপণ্যের দাম কমান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:১৩ এএম

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছে। এ জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম কমানো দাবি করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল শনিবার রাজধানীর এলিফ্যান্ট রোড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঢাকা মহানগরীর উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে নিম্ন আয়ের কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছে।
তাই অবিলম্বে ৪০ শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া, নবম জাতীয় বেতন কমিশন গঠন করে বেতন বৈষম্য দূরীকরণার্থে ১.৫ হারে বেতন স্কেল নির্ধারণকরণ, সচিবালয়ের ন্যায় সারাদেশে কর্মচারীদের পদবি পরিবর্তন, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল, পুলিশের ন্যায় রেশন দেওয়া, পূর্বের ন্যায় শতভাগ পেনশন চালুকরণ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পোষাকের টাকা বেতনের সঙ্গে দেওয়া, নিয়োগের ক্ষেত্রে রেল অধিদপ্তরের ন্যায় ৪০ শতাংশ পোষ্য কোঠা সংরক্ষণ রাখা এবং সুদমুক্ত গৃহঋণ দেওয়াসহ সংগঠনের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। সভায় বলেন, দাবিগুলো আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না করলে সংগঠনের জাতীয় প্রতিনিধি সভার মাধ্যমে দাবি আদায়ে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. সেলিম ভূইয়া, কার্যকরী সভাপতি আব্দুল কাদের, অতিরিক্ত মহাসচিব মনির আহমেদ, মোজাম্মেল হক, মো. আজিম, সহ-সভাপতি আম্বিয়া বেগম পলি, মো. মোজাফফর হোসেন বাবুল, মো. শামসুল হক সুজন, মাদরাসা শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাবকে সভাপতি আব্দুল জব্বার, ঢাকা শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি বাবুল আকন, ব্যানবেইজ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মো. জাকির হোসেন, সদস্য সচিব অহিদুর রহমান, সভাপতি মো. কাবুল মোল্লা, এস এম জাহাঙ্গীর আলম, যুগ্ম মহাসচিব লোকমান হোসেন, মো. মনিরুল ইসলাম, আলী আহাম্মদ, সাংগঠনকি সচিব মনির হোসেন, খন্দকার আক্কাস, মো. মোক্তার হোসেন, সহ-সাংগঠনিক সচিব শিকদার মাহবুব হোসেন, তোফাজ্জল হোসেন নাজির, মো. মরণ চাঁন, আবুল কালাম আজাদ, আলী মর্তুজা, মো. হাফিজুল্লাহ, সহ অর্থ সচিব মো. কামরুল হাসান, প্রচার সচিব আ. জব্বার, মহিলা বিষয়ক সচিব ঝিনুক খন্দকার, কার্যনির্বাহী সদস্য মো. মামুন মোল্লা, মো. শামসুদ্দিন, বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, রাজিয়া সুলতানা, মো. জয়নাল আবেদীন, ঢাকা মহানগরীর বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের প্রায় শতাধিক নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ