Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফরাজী হাসপাতালের মধ্যে চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৭:০৩ পিএম

দুই প্রতিষ্ঠানের কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে একটি সমঝোতা চুক্তি সই করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং ফরাজী হাসপাতাল লিমিটেড। চুক্তির আওতায় এসআইবিএলের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের গ্রাহকরা ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল রিসার্চ সেন্টারের বিভিন্ন সেবায় ডিসকাউন্ট সুবিধা পাবেন। শনিবার (৫ মার্চ) এসআইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং ফরাজী হাসপাতাল লিমিটেড ও ফরাজী ডেন্টাল রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন। এতে প্রধান অতিথি ছিলেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এসময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, এসআইবিএল কার্ড ডিভিশনের প্রধান শরীফ আল-কাশেম এবং ফরাজী হাসপাতালের কর্পোরেট হেড মো. মোজাম্মেল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ